সর্বশেষ :
পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক- ১ মোরেলগঞ্জে আওয়ামী লীগের এমপি ও মেয়রসহ ৯৭ নেতাকর্মীর নামে মামলা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন ফকিরহাটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা গুমের দুই মামলা: ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে গুমের ২ মামলা: শেখ হাসিনার পক্ষে পান্নাকে আইনজীবী নিয়োগ বিদেশি সম্পদের বিবরণও জমা বাধ্যতামূলক, জানালেন দুদক চেয়ারম্যান সেনাপ্রধান নির্বাচনে ইসিকে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিলেন
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। গতকাল সকালে পাইকগাছার বোয়ালীয়া বীজ উৎপাদন খামারে পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা অনুষ্ঠিত হয়। এরপর বোয়ালিয়া ব্রিজ রোড, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা, গদাইপুর বাজার, গদাইপুর ইউনিয়ান পরিষদ, মুক্তির মোড়, হিতামপুর এলাকার বিভিন্ন গাছে ৪০ টি মাটির তৈরি পাখির বাসা স্থাপন করা হয়েছে।
স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। মাঠসভায় প্রধান অতিথি ও গাছে মাটির পাত্র বাধা কার্য়ক্রম উদ্বোধন করেন, বোয়ালীয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারি পরিচালক নাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, শেখ মোর্শেদ আলম, মোঃ তহিদুল ইসলাম, তূর্য সাধু, পরিবেশ কর্মি কার্তিক বাছাড়, গনেশ দাস প্রমুখ।
উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থলের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে। বক্তারা মাঠ সভায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলের সহযোগীতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর