সর্বশেষ :
পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক- ১ মোরেলগঞ্জে আওয়ামী লীগের এমপি ও মেয়রসহ ৯৭ নেতাকর্মীর নামে মামলা পাইকগাছায় শীতের শুরুতে বাড়ছে লেপ-তোশকের চাহিদা পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে গাছে পাখির বাসা স্থাপন ফকিরহাটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা গুমের দুই মামলা: ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ডিসেম্বরে গুমের ২ মামলা: শেখ হাসিনার পক্ষে পান্নাকে আইনজীবী নিয়োগ বিদেশি সম্পদের বিবরণও জমা বাধ্যতামূলক, জানালেন দুদক চেয়ারম্যান সেনাপ্রধান নির্বাচনে ইসিকে পূর্ণ সহযোগিতার ঘোষণা দিলেন
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচনের প্রতি আস্থা বাড়াতে প্রচারণায় জোর দেওয়ার পরামর্শ কমনওয়েলথের

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে প্রচার প্রচারণার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে মহাসচিবকে সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে।

ইসি সচিব বলেন, মহাসচিব কমিশনের প্রস্তুতির সব দিক জানতে চেয়েছেন। নির্বাচন সামগ্রী প্রস্তুত, বিদেশে ভোটদান, প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি, গণভোট আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনা— সবকিছুই তাকে জানানো হয়েছে। তিনি জানান, কমিশনের প্রস্তুতি দ্রুতগতিতে এগোচ্ছে এবং একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের অতিরিক্ত দায়িত্বও ইসি আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করছে।

সচিব জানান, প্রচার প্রচারণার গুরুত্ব নিয়ে মহাসচিব বিশেষভাবে আলোকপাত করেন। তার ভাষায়, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত জরুরি এবং সেই আস্থা তৈরি হয় ধারাবাহিক প্রচারণার মাধ্যমে। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচার কার্যক্রম চলছে এবং রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবে বলে বিশ্বাস করা হচ্ছে। তিনি আরও বলেন, কমনওয়েলথ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেক নিউজ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

বৈঠকে ৫৬ সদস্য দেশের সংগঠন হিসেবে প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ। ইউকের সহযোগিতার বিষয়টি জানানো হলে মহাসচিব সন্তোষ প্রকাশ করেন। বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং চালুর উদ্যোগকেও তিনি প্রশংসা করেন। আইসিপিভির আওতায় অভ্যন্তরীণ দায়িত্বে নিয়োজিত প্রায় ১০ লাখ ভোটারকে ভোটদানের সুযোগ দেওয়ার বিষয়টিকেও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখেছেন তিনি।

বিদেশি পর্যবেক্ষক নিয়েও আলোচনা হয়। সচিব জানান, পর্যবেক্ষক দলের সংখ্যা বা সময় এখনো নির্ধারিত হয়নি, তবে ইসি বিদেশি ও প্রবাসী পর্যবেক্ষকদের স্বাগত জানাবে। মহাসচিব আশা প্রকাশ করেছেন, তাদের উপস্থিতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা আরও বাড়াবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানতে চান তিনি। জবাবে ইসি জানায়, সারা দেশকে রেড, ইয়েলো এবং গ্রিন— এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সচিব আরও বলেন, কমনওয়েলথ জানতে চেয়েছে ইসি কী ধরনের সহযোগিতা চায়। কমিশন জানিয়েছে, অভ্যন্তরীণ আলোচনার পর বিষয়টি চূড়ান্ত করা হবে। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং মহাসচিব ইসির প্রস্তুতির প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক।


এই বিভাগের আরো খবর