সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একটানা হেঁটে চীনা রোবটের বিশ্বরেকর্ড

প্রতিনিধি: / ২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বিদেশ : চীনে তৈরি একটি হিউম্যানয়েড রোবট ১০৬ কিলোমিটারেরও বেশি একটানা হেঁটে নাম লিখিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। পুরো যাত্রাপথে রোবটটি একবারও থামেনি। শাংহাইভিত্তিক কোম্পানি অ্যাজিবটের তৈরি রোবটটির নাম এ-২। ১০ নভেম্বর রাতে সুচৌ থেকে যাত্রা শুরু করে ১৩ নভেম্বর ভোরে শাংহাইয়ের দ্য বান্ড এলাকায় পৌঁছায় এটি। গত বৃহস্পতিবার গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়, রোবটটি ১০৬ কিলোমিটার ২৮৬ মিটার পথ অতিক্রম করেছে। পুরো পথজুড়ে এ-২ সক্রিয় ছিল অ্যাজিবটের তৈরি দ্রুত ‘হট-সোয়াপ’ ব্যাটারি প্রযুক্তি। এ ছাড়া রোবটটিতে রয়েছে ডুয়েল জিপিএস, লাইডার ও ইনফ্রারেড ডেপথ সেন্সর। এসব প্রযুক্তির সহায়তায় রোবটটি ট্রাফিক সিগন্যাল, সরু পথ ও ফুটপাতের ভিড় সফলভাবে অতিক্রম করেছে। দিন-রাত স্থিতিশীলভাবে পরিবেশ বুঝে চলতে পেরেছে সেটি। মসৃণ পাকা রাস্তা থেকে শুরু করে টাইলসের পথ, সেতু, দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য ট্যাকটাইল পেভমেন্ট ও র‌্যাম্প—সব ধরনের পথই পাড়ি দিয়েছে এ-২। মেনে চলেছে ট্রাফিক নিয়মও। রোবটটি শাংহাই পৌঁছে সাংবাদিকদের জানায়, তারা যাত্রা ‘যান্ত্রিক জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা’। কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে মজার ছলে রোবটটি বলে, এবার হয়তো আমার নতুন জুতা লাগবে। চলতি বছর এপ্রিলে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার নির্মিত থিয়েন খুং আল্ট্রা নামের আরেকটি রোবট ২১ কিলোমিটারের হাফ-ম্যারাথন শেষ করেছিল ২ ঘণ্টা ৪০ মিনিটে। সূত্র: সিএমজি


এই বিভাগের আরো খবর