মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সংরক্ষিত ইউপি সদস্য জোসৎনা বেগম (৪৬)কে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত ইউপি সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ইউপি সদস্যর স্বামী আবুল হোসেন হাওলাদার বাদি হয়ে মনিরুজ্জামান মনির সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং সংরক্ষিত ইউপি সদস্য জোসৎনা বেগম ঘটনারদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাড়ি ফেরার পথিমধ্যে বাদশারহাট নামক এলাকায় পৌছালে একই এলাকার নিশানবাড়িয়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল পূর্বশত্রæতার জের ধরে ওই ইউপি সদস্য’র ওপর অতর্কীত হামলা চালায়।
এ সময় হামলাকারিদের এলোপাতাড়ি মারপিটে জোৎসনা বেগম আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক জোৎসনা বেগম বলেন, র্দীঘদিন ধরে তার নিকট মনিরুজ্জামান মনির সহ একটি চক্র এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। টাকা দিতে না পারায় তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। থানায় অভিযোগ দিয়েও আতংকে আছি পরিবার পরিজন নিয়ে প্রভাবশালী চক্রের ভয়ে। এদের বিরুদ্ধে এলাকার মানুষকে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। প্রশাসনের কাছে তদন্তপূর্বখ ন্যায় বিচার চাই।
এ বিষয়ে মনিরুজ্জামান মনির তার বিরুদ্ধে চাদা দাবির অভিযোগ অস্কিকার করে বলেন, তিনি মেম্বরকে মারপিট করেননি। উল্টো মেম্বর স্থানীয় লোকজনকে গালমন্দ করেছে।
এ সর্ম্পকে থানার ওসি তদন্ত রাজিব আল রশিদ বলেন, মেম্বরকে মারপিটের একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।