সর্বশেষ :
শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতি গঠন সম্ভব নয় : বাগেরহাটে মতবিনিময় সভায় ড. ওবায়দুল ইসলাম সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বংশালে পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, অবৈধ নির্মাণে সতর্কবার্তা বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র থমকে যায় সুষ্ঠু নির্বাচনে প্রস্তুত ইসি ২৪ ঘণ্টার মধ্যে দেশে দ্বিতীয় ভূমিকম্প মোরেলগঞ্জে “ শিক্ষার মনোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মোরেলগঞ্জে বিএনপির জনসভায় কাজী শিপন:  স্বাধীনতা বিরোধী অপশক্তির  ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে দুবাই এয়ার শোতে ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত কম্বোডিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো বাস, নিহত ১৬
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার ২২ নভেম্বর সকালে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পঅর্পণ করেন। পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

সকালের প্রথমেই রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের সরকারপ্রধান। ড্রুকএয়ারের বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে শ্রদ্ধা জানাতে যান।

ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয়। সফরসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটনসহ বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ঢাকা সফরের অংশ হিসেবে তাঁর সঙ্গে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টাদের বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলোচনা এবং রাতের নৈশভোজের আয়োজন রয়েছে। আগামী দিনে ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। রাষ্ট্রপতির আয়োজনে রোববার ২৩ নভেম্বর মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের সব আনুষ্ঠানিকতা শেষে তিনি সোমবার ঢাকা ত্যাগ করবেন।


এই বিভাগের আরো খবর