শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভূমিকম্প থেকে রক্ষা পায়নি শিশুও, দেওয়াল পড়ে মৃত্যু

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আজ দেশের বিভিন্ন স্থানে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে শেষ পাওয়া খবর অনুযায়, ৬ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এরমধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার পরে ভূমিকম্পে এমন ঘটনা ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান।

মৃত ফাতেমা স্থানীয় গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভূমিকম্পের সময় ঘটনাস্থল দিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় যাওয়ার সময় সড়কের পাশের দেয়াল ধসে নবজাতক ফাতেমা, তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগমের ওপর পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই নবজাতকের মৃত্যু হয়। দেয়ালের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় কুলসুম ও জেসমিনকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।


এই বিভাগের আরো খবর