শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশে ৬ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। সবশেষ তথ্য অনুযায়, এই ভয়াবহ ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন জেলায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

নিহতদের মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন ও  নরসিংদীতে ১ জন। এছাড়াও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা

পুরান ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ

জেলার রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে।

একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নরসিংদী

ভূমিকম্পের ঘটনায় নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ওমর (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জল গুরুতর আহত হয়েছেন। দুপুর সোয়া ১টার দিকে স্বজনরা তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। আর এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।


এই বিভাগের আরো খবর