বিদেশ : রুশ দূতাবাস বন্ধ করতে যাচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি গতকাল বুধবার ঘোষণা করেছেন, যে তিনি পোল্যান্ডের দান্সক শহরে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিচালনার অনুমোদন প্রত্যাহার করবেন। সমপ্রতি পোলিশ রেলব্যবস্থায় নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পোল্যান্ডের রাজধানী ও ইউক্রেন সীমান্তবর্তী পূর্বাঞ্চলের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ ওয়ারশা-লুবলিন রেললাইনের দুটি অংশ গত সপ্তাহান্তে গোপন অপারেশনের লক্ষ্য হয়। এ ছাড়া লুবলিন অঞ্চলের দক্ষিণে রেললাইন বিকৃত করা হয় এবং একটি বিদ্যুৎ লাইনও কেটে দেওয়া হয়। কর্মকর্তারা জানান, ওয়ারশা থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে মিকা গ্রামে রেললাইন বিস্ফোরিত হয়। স্থানীয়রা শনিবার রাতের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। নাশকতার এ ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করা দুই ইউক্রেনীয় পুরুষকে চিহ্নিত করা হয়েছে বলে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুসক গত মঙ্গলবার সংসদে জানান। পররাষ্ট্রমন্ত্রী সিকোরস্কি আইন প্রণেতাদের জানিয়েছেন, পোল্যান্ড সরকার তাদের প্রতিক্রিয়া শুধু কূটনৈতিক মাধ্যমে সীমাবদ্ধ রাখবে না। তিনি জানান কিছুদিনের মধ্যেই পোল্যান্ড জবাব দেবে। সূত্র : এএফপি