সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন লেডি গাগা

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিনোদন:বিশ্ববিখ্যাত গায়িকা লেডি গাগা তার ক্যারিয়ারের শীর্ষ মুহূর্তে মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ করেছেন। তিনি জানান, থেরাপি, তার প্রিয়জন এবং চিকিৎসা সহায়তা তাকে সবচেয়ে কঠিন সময়গুলোতে সাহায্য করেছে। ৩৯ বছর বয়সি এই গায়িকার আসল নাম অবশ্য স্টেফানি জার্মানোটা। তবে লেডি গাগা নামে সমধিক পরিচিত এই গায়িকা বললেন, তিনি এমন এক সময়ের মুখোমুখি হয়েছিলেন যখন মানসিক স্থিতিশীলতা সম্পূর্ণ হারিয়েছিলেন। সেই কারণে তিনি তার মেয়হেম বল বিশ্ব ট্যুর বাতিল করতে বাধ্য হন। তিনি বলেন, ‘একদিন আমার বোন বলল, ‘আমি আর আমার বোনকে দেখতে পাচ্ছি না।’ আর আমি তখনই ট্যুর বাতিল করেছিলাম।’ গাগা আরও উল্লেখ করেছেন, এমন সময়ও এসেছে যখন তিনি ভাবতেন হয়তো আর সুস্থ হতে পারবেন না। ‘একদিন আমাকে মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। কিছুই করতে পারছিলাম নাৃ এটা সত্যিই ভয়ঙ্কর ছিল। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি জীবিত আছি,’ তিনি জানান। তিনি থেরাপি এবং তার বাগদত্তার সহায়তার গুরুত্বও গুরুত্বারোপ করেছেন, যা তাকে মানসিক চাপ মোকাবিলা করতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে পেতে সাহায্য করেছে। খোলাখুলিভাবেই জানান, তার সর্বকালের বড় কাজ ‘এ স্টার ইজ বর্ন’ সিনেমার সময়ও তিনি লিথিয়াম গ্রহণ করতেন। ‘আমি বড় পোশাকে, উচ্চ মাত্রার সঙ্গীতের সঙ্গে ফ্যানদের সামনে থাকি এবং ৯০ সেকেন্ডের জন্য নিজেকে প্যানিক অ্যাটাক থেকে বাঁচাতে চেষ্টা করি,’ যোগ করে গাগা। লেডি গাগার এই প্রকাশ্যে স্বীকৃতি তার মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে দেখা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর