সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি সাত শতাধিক

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৭৮৮ জন রোগী। চলতি বছরে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ৭১২ জন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ছয়জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার তিনজন এবং রাজশাহী বিভাগের তিনজন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে অন্য বিভাগগুলোর হাসপাতালেও রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন। ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৫২ জন, আর ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩০ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ৫৭০ জন। বিশেষজ্ঞদের মতে, নভেম্বরেও সংক্রমণের উচ্চমাত্রা ইঙ্গিত দিচ্ছে যে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, “হাসপাতালগুলোতে রোগীর চাপ নিয়ন্ত্রণে আছে, তবে এডিস দমনে সম্মিলিত উদ্যোগ না নিলে সংক্রমণের হার কমানো কঠিন হবে।” তারা আরও জানান, ঘরবাড়ি, নির্মাণাধীন ভবন এবং খোলা স্থানগুলোতে পানি জমে থাকা বন্ধ না হলে রোগী বাড়তেই থাকবে।

চলতি বছরের শুরু থেকে ডেঙ্গু পরিস্থিতি ওঠানামা করলেও বছরের শেষভাগে এসে সংক্রমণ আবারও উর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার অনিয়মিত প্রকৃতি এডিস মশার বিস্তারকে দীর্ঘায়িত করছে।


এই বিভাগের আরো খবর