ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

1-4608×3466-1-0#
বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে সন্দেশ পুলি, নারকেল পুলি, পান পিঠা, সেমাই পিঠা, কতাল পিঠা পিঠা, ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠাসহ অন্তত ২৫ প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি আচার ও হাতে তৈরি পোশাক পণ্য প্রদর্শন করে উদ্যোক্তারা।
আয়োজকরা জানান, ফকিরহাটে অনেক নারী উদ্যোক্তা রয়েছেন। যারা নিজেরাই অনেক ভাল পণ্য তৈরি করেন। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে তারা পণ্য বিক্রি করতে ব্যর্থ হন। এজন্য উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব আয়োজন এর মাধ্যমে যেমন তাদের বিক্রি বাড়বে, আবার নতুন উদ্যোক্তাও সৃষ্টিতে ভূমিকা পালন করবে।