অক্টোবর মাসে দেশের সড়কে ৪৫২টি দুর্ঘটনায় ৪২৩ জনের প্রাণহানি এবং ৫৮৯ জনের আহত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত বিআরটিএর সাম্প্রতিক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে বিভাগীয় অফিসগুলো থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০৯ জনের এবং আহত হয়েছেন ১৬৩ জন। চট্টগ্রাম বিভাগে ৯৮টি দুর্ঘটনায় প্রাণহানি ৮৯ জন, আহত ১৮৮ জন। অন্যান্য বিভাগেও পরিস্থিতি কম গুরুতর নয়। রাজশাহী বিভাগে ৫৪টি দুর্ঘটনায় নিহত ৫৪ জন এবং আহত ৪৪ জন। খুলনা বিভাগে ৫৯টি দুর্ঘটনায় ৫৪ জনের মৃত্যু এবং ৩০ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ২১ জনের মৃত্যু, সিলেটে ২২ জন, রংপুরে ৪৮ জন এবং ময়মনসিংহে প্রাণহানির সংখ্যা ২৬ জন।
বিআরটিএর প্রতিবেদন বলছে, অক্টোবর মাসে মোট ৬৯৫টি মোটরযান দুর্ঘটনায় জড়িত ছিল। এর মধ্যে ছিল বাস বা মিনিবাস ১১৪টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১২৪টি, মোটরসাইকেল ১৬৪টি এবং অটোরিকশা ৪১টি। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩০ জনের।” বাস বা মিনিবাস দুর্ঘটনায় নিহত ৬৪ জন, ট্রাক বা কাভার্ডভ্যানে ৪৮ জন এবং অটোরিকশায় মৃত্যু হয়েছে ৩২ জনের। অন্যান্য যানবাহন মিলিয়ে নিহত হয়েছেন আরও ৯৬ জন।
সংস্থার বিশ্লেষণে উঠে এসেছে, ক্রমবর্ধমান মোটরসাইকেল ব্যবহার, সড়কে অনিয়ম, গতির প্রতিযোগিতা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে। বিআরটিএর প্রতিবেদন তুলে ধরে, বিভিন্ন বিভাগে আহতের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেশি। বিশেষজ্ঞরা মনে করেন, দ্রুত সড়ক নিরাপত্তা সংস্কার ছাড়া এ পরিস্থিতির পরিবর্তন কঠিন।
সার্বিকভাবে, অক্টোবর মাসের পরিসংখ্যান সড়কে মৃত্যুর ধারাবাহিকতা আবারও সামনে এনেছে। সংস্থাটি বলছে, বিভাগীয় তথ্য নিয়মিতভাবে হালনাগাদ করে পরবর্তী সুপারিশের জন্য কাজ চলছে।