শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধানমন্ডি-৩২ ফের পুলিশ-ছাত্র সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বুলডোজার নিয়ে শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি ভাঙার চেষ্টায় বাধা দিয়ে শিক্ষার্থীদের প্রথম দফায় ফিরিয়ে দেয়ার পর আবারও পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।

রায় ঘোষণার পর সোমবার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে আবারও ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সংঘর্ষ হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, এ সময় পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ তে আহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেশ কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, “ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা এবং ইট পাটকেল নিক্ষেপ করার কারণেই চড়াও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩২ নম্বর কাউকে ভাঙতে দেয়া হবে না।”

এরআগে, দুপুর ১২টার দিকে বুলডোজার দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের স্থাপনা গুঁড়িয়ে দিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসেন। তবে শুরুতেই পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুলডোজার দুটি রাস্তার পাশে পার্ক করে স্লোগান স্লোগানে মুখরিত করে পুরো এলাকা।


এই বিভাগের আরো খবর