সর্বশেষ :
বাগেরহাটে প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী রাহাদ।। মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে   জাতীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন মরক্কোতে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে সংঘর্ষে নিহত ১৩ বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রিজার্ভ, রেমিট্যান্স ও রপ্তানি বাড়ায় অর্থনীতি শক্ত অবস্থানে, বললেন অর্থ উপদেষ্টা

প্রতিনিধি: / ৪৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

দেশের অর্থনীতি গত কয়েক মাসের ধাক্কা কাটিয়ে আগের চেয়ে ভালো অবস্থানে ফিরছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার ১৬ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রিজার্ভ, রেমিট্যান্স এবং রপ্তানি বৃদ্ধি, পাশাপাশি মূল্যস্ফীতি কমে আসা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

অনুষ্ঠানে তিনি জানান, একসময় মূল্যস্ফীতি ১৪ শতাংশে পৌঁছেছিল। তবে বিভিন্ন নীতি সমন্বয় ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে তা কমে এখন ৮ শতাংশে নেমে এসেছে। তার মতে, চলমান চাপ থাকা সত্ত্বেও দেশের সামগ্রিক আর্থিক সূচকগুলো ঘুরে দাঁড়ানোর পথে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এই অগ্রগতিকে স্বীকৃতি দিয়েছে।

সাম্প্রতিক সময়ে অর্থনীতি নিয়ে হতাশার বক্তব্য আসার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, পরিস্থিতি খারাপ হয়নি। বরং আগস্টের তুলনায় এখন পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি বলেন, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, রপ্তানিও বাড়ছে, তাই অর্থনীতি ধ্বংস হয়ে গেছে এমন ধারণা সঠিক নয়। তার ভাষায়, অনেকেই সবসময় সমালোচনা করেন, কিন্তু উন্নতির দিকগুলো তুলে ধরেন না।

তিনি আরও বলেন, দেশের ভেতরের বাস্তবতা বোঝা জরুরি। কেউ বাইরে থেকে সার্টিফিকেট দিলে তা দিয়ে চলবে না। দেশের সমস্যা, দেশের ভেতরেই সমাধান করতে হবে। তিনি অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকরা জনগণের কণ্ঠ। দেশ যে ক্রান্তিকাল পার করছে, সেখানে সঠিক তথ্য তুলে ধরে জনগণের পাশে দাঁড়ানো সাংবাদিকদের দায়িত্ব। তাৎক্ষণিক সমস্যাগুলো প্রকাশ পেলে দ্রুত সমাধানের সুযোগ তৈরি হয়। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজও তুলে ধরার জন্য।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী এবং নগদের প্রশাসক মোতাসেম বিল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্য দেন।

এ বছর মোট ২৬ জন সাংবাদিককে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন বিভাগে নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন থেকে সেরা কাজগুলো নির্বাচন করা হয়। দুটি বিভাগে যৌথভাবে পুরস্কার দেওয়া হয়েছে।

সমাপনী বক্তব্যে ডিআরইউ সভাপতি বলেন, এ বছর পৃষ্ঠপোষকতার কারণে আয়োজন আরও বড় হয়েছে এবং আরও বেশি সাংবাদিককে স্বীকৃতি দেওয়া সম্ভব হয়েছে। তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং যারা পাননি তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে


এই বিভাগের আরো খবর