বিদেশ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের আজারবাইজান দূতাবাসে ‘দুষ্ট হামলা’ চালানোর অভিযোগ করেছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত রাতভর হামলায় কমপক্ষে চার জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বিবৃতিতে জেলেনস্কি আরও বলেন, রাতভর আক্রমণে ব্যালিস্টিক এবং অ্যারোব্যালিস্টিক ধরণেরসহ প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলোর আঘাতে রাজধানীর কয়েক ডজন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। জেলেনস্কি আবারও ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন, ‘জীবনের ওপর এই আক্রমণ বন্ধ করার জন্য’ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো আরও জোরদার করতে হবে। অপরদিকে রাশিয়া বলেছে, গত রাতভর বিভিন্ন অঞ্চলে এবং কৃষ্ণ সাগরের ওপর দিয়ে ২১৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।