সর্বশেষ :
অস্বস্তি পেঁয়াজের দামে, সবজি-ডিমে কিছুটা স্বস্তি রাজধানীসহ আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন ধর্মের নামে রাজনীতির ব্যবসা করছে কিছু দল: সালাহউদ্দিন শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবির শিক্ষক এরশাদ গ্রেপ্তার ৪৮ ঘণ্টার আল্টেমেটাম বিচারকদের, দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি নির্বাচনের আগেই গণভোট—৩ উপদেষ্টার অপসারণ দাবি ৮ দলের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত রূপান্তরের দাবিতে তরুণদের জোরালো আহবান দক্ষিণ কোরিয়ায় বাজারে ঢুকে গেল ট্রাক, হতাহত ২০ গাজা স্থিতিশীলতা বাহিনীর স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে: তুরস্ক
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আন্দোলনের নামে বিশৃংখলা নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে:  বিএনপি নেতা প্রভাষক রাসেল আল ইসলাম

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সিনিয়র সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম বলেছেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন আন্দোলনের নামে দেশে বিশৃংখলা নৈরাজ্য সন্ত্রাসী কার্যকালাপ সৃষ্টি করলে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করে আইনের হাতে সোর্পদ করা হবে।
বুধবার বিকেল ৫টায় বারইখালী ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. সোহেল বেপারী, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম ফকির, বারইখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন তালুকদার, যুবদল নেতা এইচএম আবু হানিফ, বিএনপি নেতা পলাশ মৃধা, উপজেলা ছাত্রলের যুগ্ম-আহবায়ক দেওয়ান সোহেল রানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি রাসেল আল ইসলাম আরও বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি উন্নয়নমুখি দল,তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন সে অনুযায়ী এ অঞ্চলের নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নির্দেশনায় প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা লিফলেট পৌছে দেওয়া হচ্ছে। দুই যুগের বেশী সময় তিনি মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে সংগঠিত করেছেন। যদি ত্যাগের মূল্যায়ন করা হয়, দুর্দিনে সৈনিকদের মূল্যায়ন করা হয় তা হলে বাগেরহাট-৪ আসনে কাজী খায়রুজ্জামান শিপনের কোন বিকল্প নেই।


এই বিভাগের আরো খবর