ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য, মানসা বাজারের ব্যবসায়ীও মানসা পশ্চিমপাড়া নিবাসী ফকির হুমায়ুন কবীর বাচ্চু (৪০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার জানান, তিনি সোমবার (১০ নভেম্বর) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানে এদিন রাত ৯টার দিকে তিনি মারা যান।
তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ফকির হুমায়ুন কবীর বাচ্চু উপজেলার মানসা পশ্চিপাড়া গ্রামের প্রাক্তণ ইউপি সদস্য হাকিম ফকিরের বড় ছেলে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় মানসা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের বাড়িতে হাজির হন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।