সর্বশেষ :
সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার আড়ালে অনৈতিক কার্যকলাপের অভিযোগ অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থী–অভিভাবকদের বিক্ষোভে রাস্তা অবরোধ বাগেরহাট প্রশাসন ও নাগ‌রিক নেতা‌দের সাথে সংলাপ অনুষ্ঠিত ফরিদপুরে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ বিদেশ থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ঝুলে আছে ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ২৯ শতাংশ বাগেরহাটে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক গোলটেলিব বৈঠক বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে পুকুরের কচুরিপানা পরিস্কার বাগেরহাট বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ৮৭ জন মেধাবী ও দরিদ্র  শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটের আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৮৭জন শিক্ষার্থীকে মরহুম সৈয়দ গোলাম মাহাবুব আলী ৫ম তম এককালীন বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির  ৮৭জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ৫জন কর্মচারীকে মোট ৪লাখ ৭০ হাজার নগদ অর্থ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব শিক্ষার্থীকে ক্রেষ্ট, সদনপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগমের সভাপতিত্ব এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম সৈয়দ মাহাবুব আলীর (পূর্ব পাকিস্তানের সাবেক চীফ ইলেকশন কমিশনার) পুত্র আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, উপজেলা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক মীর রফিকুল ইসলাম বিল্লু, ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সাধারন সম্পাদক মো: ইমাম হুসাইন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহা: আব্দুল্লাহ ও মো: সোহেল রানা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: বিপ্লব হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা এএলএম বদিউজ্জামান, সাবেক সেতু কর্মকর্তা সৈয়দ মারুফ হোসেন মাহফুজ, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ হারুন অর রশিদ হিরু, অত্র বিদ্যালয়ের সভাপতি শেখ তানভির  ইসলাম লিমন, মো. কাজী শাহানশাহ্ মিথুন।

সহকারী শিক্ষক সবুজ দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী মহিমা সরকার মুমু, রাহুল বিশ্বাস প্রমূখ। ছবিতে মেধাবী শিক্ষার্থী সুমা খান এর হাতে ক্রেষ্ট তুল দিচ্ছেন অতিথিবৃন্দ।

আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ জানান, শিক্ষার্থীদের লেখা-পড়ার আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামীতে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ানো হবে বলে তিনি জানান। #


এই বিভাগের আরো খবর