বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষে ভোট
চেয়ে লিফলেট বিতরণ করেছে বাগেরহাট জেলা যুবদল।
জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদকে মোঃ সুজন্ মোল্লার তত্ত্বাবধানে,
যুবদল নেতাকর্মী বাগেরহাট সদরের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের
শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। রবিবার (০৯ নভেম্বর) এ লিফলেট বিতরণ
কর্মসূচি পালন করা হয়েছে।
লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক
সহসভাপতি সাহেদ সোমি বাদশা, সাইফুজ্জামান মনা, যুগ্ম সাধারন সম্পাদক
এস,কে, বদরুল আলম, সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান,
হাফিজুর রহমান হাফিজ, মোঃ মশিউর রহমান, মোঃ তৈয়েবুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেছি
এবং পাশাপাশি ধানের শীষে ভোট চেয়েছি। এই ৩১ দফা সংবলিত লিফলেট কেন বিতরণ
করেছি? আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার জন্য এই
লিফলেট বিতরণ করেছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সম্পৃক্ততায়
যে নিয়মে রাষ্ট্র চলবে তার সবকিছুই ৩১ দফায় উল্লেখ আছে।