সর্বশেষ :
নেতানিয়াহুকে ধরতে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি টর্নেডোর আঘাতে ব্রাজিলে ৫ জনের মৃত্যু, আহত ১৩০ সেনাবাহিনীর সদস্য সরিয়ে নেওয়ার খবর গুজব, আগের মতোই মাঠে থাকছেন তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তী সরকার নতুন বেতন কাঠামো ও আইএমএফ ঋণ বিষয়ে সিদ্ধান্ত নেবে : অর্থ উপদেষ্টা দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের সিইসি গণমাধ্যম নীতিমালা সংশোধনের আশ্বাস দিলেন বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরন বিতরণ মোরেলগঞ্জে মক্তব শিক্ষকের মারপিটে ছাত্রীর প্রানহানির অভিযোগ, ৯ মাস পরে মামলা দায়ের পাইকগাছায় ঝড়ো বাতাসে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ধান মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি নিম্নমানের উপকরণ দিয়ে পাইকগাছায় চলছে সড়ক নির্মাণে কাজ
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হংকং সিঙ্সে কুয়েত ও আরব আমিরাতের কাছে হেরে ছিটকে গেছে ভারত

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

স্পোর্টস: হংকং ইন্টারন্যাশনাল সিঙ্সে ২০২৫ টুর্নামেন্টে ভারতকে একের পর এক হারের মুখে পড়তে হলো। পাকিস্তানকে ডি/এলএস পদ্ধতিতে ২ রানে হারানোর পর কয়েক ঘণ্টার ব্যবধানে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেছে দীনেশ কার্তিকের দল। গতকাল শনিবার বোল রাউন্ডের ম্যাচে ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চার উইকেটে হেরে গেছে আরব আমিরাতের কাছে।
ম্যাচের শুরুতে দুর্দান্ত সূচনা পায় আমিরাত। ওপেনার খালিদ শাহ ও সাগির খান প্রথম দুই ওভারে ৪২ রান তুলেন। শেষের আগের বলে মোহাম্মদ আরফান ছক্কা মেরে দলকে জয় নিশ্চিত করেন। ভারতের হয়ে স্টুয়ার্ট বিনি ও ভারত চিপলি দুইটি করে উইকেট নেন। আগে ব্যাট করে ভারত ৩ উইকেটে ১০৭ রান তুলেছিল, যেখানে অভিমন্যু মিথুন ৫০ এবং দীনেশ কার্তিক ৪২ রান করেন।
এর আগে গ্রুপ পর্বে কুয়েতের কাছে ভারতের হার ধাক্কা দিয়েছে দলের কোয়ার্টার ফাইনালের আশা। কুয়েতের অধিনায়ক ইয়াসিন প্যাটেল ব্যাটে ও বলে উজ্জ্বল পারফরম্যান্স দেখান। ভারতের বিপক্ষে ১৪ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে তিনি ৩ উইকেট নেন। প্রথম ওভারে রবিন উথাপ্পা ও কার্তিককে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দেন। ৫ম ওভারে প্রিয়াঙ্ক পঞ্চলের করা শেষ ওভারে ইয়াসিন পাঁচটি ছক্কা হাঁকিয়ে ৩২ রান তুলেন।
তাড়া করতে নেমে ভারত মাত্র ৫.৪ ওভারে ৭৯ রানে অলআউট হয়। অভিমন্যু মিথুন সর্বোচ্চ ২৬ রান করেন, শাহবাজ নাদিম ১৯ ও প্রিয়াঙ্ক ১৭ রান যোগ করেন। ভারতের এই ধারাবাহিক পরাজয়ের ফলে তারা মূল প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে এবং বোল লিগে খেলতে হচ্ছে। কুয়েত কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে।

 


এই বিভাগের আরো খবর