শনিবার বেলা ১২টায় কলেজ চত্বরে এ সংবর্ধনা দৈবজ্ঞহাটী সেলিমাবাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র সচিব (অব:) ড. ফরিদুল ইসলাম বাবলু।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট-৩, মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, পিরোজপুর মহিলা কলেজের অধ্যাক্ষ মো. রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী বন্ধুদলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রানা দিহিদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার, ৯০ ছাত্রদল ফোরামের সভাপতি ফেরদৌস খান, জেলা বিএনপি নেতা কামরুজ্জামান শিমুলসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যাপিঠের কৃতি শিক্ষার্থী ও গুনী অভিভাবকদের ক্রেষ্ট প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব (অব:) মোহাম্মদ মশিউর রহমান আরও বলেন, বাগেরহাট জেলায় গত এক বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হলে অনেক সময় লাগবে। আমরা ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি। কোন কাজ সবুজ পাতায় উঠেছে। আবার কোন কাজ প্লানি রয়েছে। নিজ জন্মস্থান হিসেবে এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থাসহ সব সেক্টরে সার্বিক উন্নয়নে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সম্মিলিতভাবে সকলকে এগিয়ে আসতে হবে। গুনী সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার এইচএম আমিনুর রহমান।