শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচন নিয়ে প্রশ্নে, জবাব দেননি আইন উপদেষ্টা

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল শনিবার সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।”

তিনি জানান, “প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।”

এর আগে সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর