ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে ছাদ থেকে ছিটকে পড়ে প্রাণ গেল রাজমিস্ত্রীর
প্রতিনিধি:
/ ১
দেখেছেন:
পাবলিশ:
বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
শেয়ার করুন
ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাটে ভবনের ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে ছিটকে পড়ে আলাউদ্দিন শেখ (২৬) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাড়িয়া বারুইডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাংগা গ্রামের হালিম শেখের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ একই গ্রামে মো. শের আলীর বাড়ি রাজমিস্ত্রী হিসেবে একটি ভবন নির্মাণ করছেন। বৃহস্পতিবার ওই ভবনের ছাদ ঢালাই কাজ কারার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেজন্য বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ছাদে ঢালাই কাজের জন্য ভাইব্রেট মেশিন ও অন্যান্য কাজের জন্য বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন। এসময় ছাদের পাশ থেকে যাওয়া বিদ্যুতের হাই-ভোল্টেজ লাইনের সাথে আলাউদ্দীনের হাতে থাকা তারের সংযোগ লেগে যায়। এতে মুহুর্তেই বৈদ্যুতিক শক লেগে বিকট শব্দে আগুণ ধরে যায় এবং রাজমিস্ত্রী আলাউদ্দীন শেখ ছিটকে ছাদ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।
বাড়ি মালিক শের আলী জানান, মরদেহ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। প্রাথমিক সুরাতহাল প্রতিবেদন করে মরদেহ উদ্ধার করা হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।