সর্বশেষ :
অক্টোবরে সড়কে ৪২৩ প্রাণহানি, বিআরটিএর পরিসংখ্যানে বেড়েছে উদ্বেগ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২ কোটি ৭৭ লাখ নাগরিক রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০ হত্যা: ডিএমপি বাংলাদেশে শ্রম আইন সংশোধনে গেজেট জারি, ট্রেড ইউনিয়নে নতুন বিধান সংকটে থাকা ৫ ব্যাংক একীভূতকরণ নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়কে স্বাগত জানিয়ে পাইকগাছায় বিএনপির মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা  শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে মিস্টি বিতরণ বিমান প্রতিরক্ষা সহায়তা চাইতে ফ্রান্সে জেলেনস্কি চীনের এক বক্তব্যে জাপানের পর্যটন খাতে শেয়ারে দরপতন ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত কমপক্ষে ১৮, নিখোঁজ অনেক
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ১০ জনের প্রাণ গেল

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

দিন যতই সামনে যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ততই বাড়ছে। এছাড়াও আক্রান্ত রোগীও সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়, গত একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, বরিশাল বিভাগে ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৪৩ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৩০২ জন মারা গেছেন।

এর মধ্যে ১৬১ জন পুরুষ ও ১৪১ জন নারী। এই রোগে আক্রান্ত হয়ে ৭৪ হাজার ৯৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এই বিভাগের আরো খবর