সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে নিরাপদ মৎস্য উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধ করতে RMTP প্রকল্পের মেন্টরিং ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি: ​নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদনে চাষীদের সচেতনতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২ নভেম্বর) ‘নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (RMTP) এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সহযোগিতা করে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাস্তবায়ন করে হীড বাংলাদেশ।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা, রাজ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, শেখ আসাদুল্লাহ।
​হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক (খুলনা অঞ্চল) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
​এসময়ে আরও উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের RMTP প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী, মো. নকিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হীড বাংলাদেশের RMTP প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, গাজী মনজুরুল আলম।
​বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে নিরাপদ মৎস্য উৎপাদন এখন সময়ের দাবি। বক্তারা আরও উল্লেখ করেন যে, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ, সঠিক খাদ্য প্রয়োগ এবং বাজারজাতকরণে আধুনিকতা আনতে RMTP প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
​অনুষ্ঠান শেষে নিরাপদ মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা চাষী ও সেবা প্রদানকারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 


এই বিভাগের আরো খবর