রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান 

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
Oplus_0

ইমদাদুল হক,,পাইকগাছা ( খুলনা): খুলনার পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১ নভেম্বর শনিবার সকালে উপজেলার কপিলমুনির কাজীমুছায় আল কোরআন ফাউন্ডেশন এ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন প্রতিবন্ধী কে খাদ্য সহায়তা প্রদান করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি খুলনা -৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফুল ইসলাম সানা, নজরুল ইসলাম, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম, জিএম ফারুক হোসেন, পিরআলী, এসএম শাহাবুদ্দিন, শফিকুর রহমান শান্ত, শেখ ইদ্রিস, আব্দুস সালাম গাজী, মফিজুল ইসলাম মোড়ল ও  হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন প্রতিবন্ধীরা বোঝা নয়, এরাও সমাজের অংশ। তাদের নিয়ে কোন রাজনীতি নয়, তাদের কে সমাজের মূল স্রোত ধারায় নিয়ে আসতে হবে। রফিকুল ইসলাম আরো বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন পাইকগাছা কয়রার সকল প্রতিবন্ধীদের স্থায়ী পুনর্বাসন করার। তাদের জন্য একটি বহুতল ভবন করার। যেখানে তাদের জন্য  খাওয়া দাওয়া ও লেখাপড়া সহ সকল সুযোগ সুবিধা থাকবে। সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এই বিভাগের আরো খবর