 
						বিদেশ :চীনেরতিয়ানগংমহাকাশ স্টেশনেপরবর্তীমানববাহীফ্লাইটের ক্রুদেরমধ্যে থাকছে দেশটিরইতিহাসেসর্বকনিষ্ঠনভোচারী এবং চারটিল্যাবইঁদুর।জিউকুয়ান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।চীনমানবমহাকাশসংস্থার (সিএমএসএ) মুখপাত্রঝাংজিংবোজানান, শেনঝৌ-২১ মিশন স্থানীয়সময়শুক্রবাররাত ১১টা ৪৪ মিনিটে (গ্রিনিচমানসময় ১৫৪৪) উত্তর-পশ্চিমচীনেরজিউকুয়ানস্যাটেলাইটলঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে।তিনজননভোচারীর দল দ্বারাপরিচালিত হয় তিয়ানগংমহাকাশ স্টেশন। প্রতিছয়মাসেনভোচারীদেরপরিবর্তন করা হয়। চীনেরমহাকাশকর্মসূচিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পাল্লাদিয়েবিলিয়নডলারবিনিয়োগ করা হয়েছে।এই অভিযানের নেতৃত্ব দেবেনঅভিজ্ঞমহাকাশপাইলটঝাংলু। তিনি দুইবছরআগে শেনঝৌ-১৫ মিশনে অংশ নিয়েছিলেন। তিনিপ্রথমবারেরমতোমহাকাশেযাত্রাকরতেযাওয়া পেলোডবিশেষজ্ঞঝাংহংঝাং এবং ফ্লাইটইঞ্জিনিয়ার উ ফেইকে নেতৃত্ব দেবেন।কর্তৃপক্ষ জানিয়েছে, ৩২ বছরবয়সী উ ফেই হচ্ছেনচীনেরইতিহাসেমহাকাশঅভিযানেঅংশগ্রহণকারীসর্বকনিষ্ঠনভোচারী।সিএমএসএমুখপাত্রঝাংবলেন, এই অভিযানেআরও থাকছেচারটিইঁদুর। এর মধ্যে দুটিপুরুষ এবং দুটিনারীইঁদুররয়েছে। তাদেরনিয়েচীনেরপ্রথমমহাকাশেকক্ষপথে পরীক্ষামূলকগবেষণাচালানোহবে।বিশ্বের তৃতীয় দেশ হিসেবেচীনমহাকাশকর্মসূচিরমাধ্যমে মানুষকেকক্ষপথে পাঠিয়েছে। ইতোমধ্যে মঙ্গল ও চাঁদে রোবট রোভারঅবতরণকরেছে। প্রেসিডেন্টসিচিনপিংয়েরঅধীনেচীন তার ‘মহাকাশ স্বপ্ন’বাস্তবায়নেপরিকল্পনা জোরদারকরেছে।বেইজিংজানিয়েছে, তারা ২০৩০ সালেরমধ্যে চাঁদে একটিমানববাহীঅভিযানপাঠানোর লক্ষ্য নিয়েছে। তারাচাঁদেরপৃষ্ঠেএকটিঘাঁটিনির্মাণকরতেচায়।সিএমএসএগতকালবৃহস্পতিবারজানায়, তারা এই লক্ষ্যে ‘দৃঢ়ভাবে’অগ্রসরহচ্ছে এবং প্রস্তুতির অংশ হিসেবে‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’চালাচ্ছে। এর মধ্যে রয়েছেলান্যু লুনারল্যান্ডার এবং মেংঝৌমানববাহীমহাকাশযানেরপরীক্ষা।