 
						বিদেশ : রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে রাতে ১১ জন আহতহয়েছে এবং দেশের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীনহয়েপড়েছে, কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপিজানায়, জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয়সামরিকপ্রশাসনেরপ্রধানবলেন, নগরীটিতেরাশিয়াহামলাচালালেআবাসিকভবনগুলো ক্ষতিগ্রস্তহয়েছে।টেলিগ্রামেইভান ফেদোরভবলেন, ‘জাপোরিঝিয়ায়শত্রুরহামলায়আহতেরসংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।’‘আহতদেরমধ্যে তিন মেয়ে ও তিন ছেলেনিয়েছয়টিশিশুরয়েছে।’আহতশিশুদেরবয়স ৩ থেকে ৬ বছর।ইউক্রেনের জ্বালানিমন্ত্রী স্বিতলানাগ্রিনচুকবলেন, ‘রাশিয়াআবারও ইউক্রেনের জ্বালানিঅবকাঠামোতেবিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোনহামলাচালাচ্ছে।’তিনি ফেসবুকেবলেন, যততাড়াতাড়ি সম্ভব, উদ্ধারকারী, মেরামতকারী দল ও জ্বালানিবিশেষজ্ঞরাবিদ্যুৎপুনরুদ্ধার এবং ক্ষয়ক্ষতিরমূল্যায়নশুরুকরবেন। রাষ্ট্রীয়বিদ্যুৎগ্রিডঅপারেটর ইউক্রেনারগোজানিয়েছে, হামলারকারণে বেশিরভাগ ইউক্রেনীয়অঞ্চলেজরুরিবিদ্যুৎবিভ্রাটজারি করা হয়েছে।রাশিয়ারপ্রতিরক্ষামন্ত্রণালয়জানিয়েছে যে তারা রাতে ১৭০টি ইউক্রেনীয় ড্রোনভূপাতিতকরেছে, যারমধ্যে ৪৮টি ইউক্রেন সীমান্তবর্তীব্রায়ানস্ক অঞ্চলে এবং নয়টি মস্কো অঞ্চলে, যারমধ্যে ছয়টিরাজধানীরদিকেঅগ্রসরহয়েছিল।২০২২ সালের ফেব্রুয়ারিতেশুরু করা পূর্ণ মাত্রারহামলারপাশাপাশিরাশিয়াপ্রায়অবিরামবিশেষকরে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্কেরওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাচালিয়েযাচ্ছে।এদিকে রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানিঅবকাঠামো লক্ষ্য করেহামলারমাধ্যমে ক্রমবর্ধমানপ্রতিক্রিয়াজানিয়েছে ইউক্রেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডট্রাম্পজানুয়ারিতে হোয়াইটহাউসেফিরেআসার পর থেকে একটি চুক্তি নিশ্চিত করার চেষ্টাকরছেন, তবেআলোচনায় খুব একটাঅগ্রগতিহয়নি।