শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৭৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): “এসো হে নবীন আলোর মিছিলে”—এই অনুপ্রেরণামূলক স্লোগানে উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫।

রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছবীর আহমদ আখন্দ, সাবেক শিক্ষক মোঃ আব্দুল গফফার হাওলাদার এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ নেছার উদ্দিন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, “গুণগত ও টেকসই শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—
ভিশন: গুণগত ও টেকসই শিক্ষা নিশ্চিত করা
মিশন: সময়োপযোগী শিক্ষা সম্প্রসারণ
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবগঠিত “Future Nation Team”-এর আনুষ্ঠানিক ঘোষণা। এ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে UNDP, BIDA ও Grameenphone-এর সহযোগিতায় এবং কলেজ কর্তৃপক্ষের আয়োজনে। কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই টিমের কলেজ অ্যাম্বাসেডরদের হাতে পরিচয়পত্র ও গেঞ্জি তুলে দেওয়া হয়।
এই টিমের লক্ষ্য—যুব সমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


এই বিভাগের আরো খবর