সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বিদেশ : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাথে সাথে ইংরেজিতে একটি আবেদন করেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকান দেশটির বিরুদ্ধে গোপন পদক্ষেপ নেওয়ার অনুমোদন দেওয়ার পর এবং ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ক্রমবর্ধমান প্রেক্ষাপটে মাদুরোর এই মন্তব্য এসেছে। কারাকাস থেকে এএফপি এ খবর জানায়। বামপন্থী নেতা প্রাক্তন বাস চালক এবং ইউনিয়ন নেতার সাথে জোটবদ্ধ ইউনিয়নগুলোর এক বৈঠকে মাদুরো বলেছেন, ‘হ্যাঁ শান্তি, হ্যাঁ চিরকাল শান্তি, চিরকাল শান্তি। দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’ মাদকবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র স্টিলথ যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত তাদের টার্গেট আটটি নৌকা এবং একটি আধা-সাবমার্সিবল মাদক পাচারের সঙ্গে নিয়োজিত থাকার প্রমাণ দিতে পারেনি। মার্কিন পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি’র এক হিসাব অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মার্কিন হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। প্রচারণার ফলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাদুরো ওয়াশিংটনের বিরুদ্ধে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টার অভিযোগ করেছেন। গত সপ্তাহে, ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে গোপন সিআইএ অভিযানের অনুমোদন দিয়েছেন এবং স্থলভাগে কথিত মাদক কার্টেলের বিরুদ্ধে হামলার কথা বিবেচনা করছেন। রিপাবলিকান বিলিয়নেয়ার প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর বিরুদ্ধে একটি মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন। তবে ভেনেজুয়েলার নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা জানি সিআইএ ভেনেজুয়েলায় উপস্থিত আছে।’ তিনি বলেছেন, ‘তারা গোপন অভিযানে সিআইএ-অনুমোদিত ইউনিট মোতায়েন করতে পারে,তবে আমি জানি না কতজন গোয়েন্দা মোতায়েন করেছে। তবে মার্কিনিদের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।’ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার উপকূলে সামরিক মহড়া তত্ত্বাবধান করছিলেন পাদ্রিনো। বিশেষজ্ঞরা বিদেশি বা আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন যাদেরকে আটকানো হয়নি বা জিজ্ঞাসাবাদ করা হয়নি তাদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


এই বিভাগের আরো খবর