সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত দুই

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের বাসিন্দারা অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে রোববার (১৯ অক্টোবর) ইসরায়েল এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যম ও স্থানীয় সূত্র বলছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নতুন করে অনিশ্চিত হয়ে পড়েছে বলে বিশ্লেষকদের মন্তব্য।

গত সপ্তাহে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকেই হামাস ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ গাজার রাফা ও খান ইউনিসের কাছাকাছি এলাকায় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খান ইউনিসের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বিকেলের দিকে রাফা এলাকায় কয়েক দফা বিমান হামলা হয়। এছাড়া খান ইউনিসের নিকটবর্তী আবাসান শহরে ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে।

ইসরায়েল সরকারের এক মুখপাত্র বলেছেন, “এ বিষয়ে বিস্তারিত জানতে হলে সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে।” তবে তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রাফাতে এই হামলার আগে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। তবে তাদের প্রতিবেদনে সেনাদের ওপর হামলার সূত্র বা বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

রোববার ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা দাবি করেন, “হামাস গাজার ভেতরে ইসরায়েলি বাহিনীর ওপর গ্রেনেড ও স্নাইপার দিয়ে হামলা চালিয়েছে। এটি যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন।”

অন্যদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেন, তারা যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, বরং ইসরায়েলই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

এর আগে শনিবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছিল, চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৭টি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৮ জন নিহত ও ১৪৩ জন আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, ইচ্ছাকৃত গোলাবর্ষণ করেছে এবং বহু সাধারণ নাগরিককে আটক করেছে।”

এই ঘটনাগুলোর পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে নতুন কোনো আলোচনার ঘোষণা এখনো আসেনি।


এই বিভাগের আরো খবর