মানব পাচারকারীদের আস্তানা কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোর রাতে অভিযানে চালিয়ে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পিরিচভাঙাক পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা জানান, “মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি করে রাখা ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার জন্য কোস্ট গার্ডের হেফাজতে নেয়া হয়েছে।”
তবে এ বিষয়ে তখন তিনি বিস্তারিত বলেননি। আরেকটি বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় স্থানীয় এলাকায় স্বস্তির পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে, এ ধরনের মানব পাচার ও অপহরণ প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।