মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে ৪ জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পিটুনিতে মতিয়ার রহমান(৪৫) নামে একজন নিহত হয়েছেন। মতিয়ার রহমান বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে। অপর আহতরা হচ্ছেন, ফকিরহাটের বেতাগা গ্রামের আজিজুল শেখের ছেলে আসাদুল শেখ(৪০), আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলির ছেলে জনি(৩৮) ও বাগেরহাটের ভাগা বাজার এলাকার বজলু হাওলাদারের ছেলে রুমান হাওলাদার(৩৭)। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে চিংড়াখাল গ্রামে এদেরকে গণপিটুনি দেয় স্থানীয়রা।
শুক্রবার(২৪ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার দিকে আহত অবস্থায় ওই ৪ জনকে স্থানীয় লোকজন একটি ভ্যানে করে মোরেলগঞ্জ হাসপাতলে পৌছে দেয়। চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে থাকা নিহত ও আহতদেরকে হেফাজতে নিয়েছে। কথিত এই ডাকাতদের ব্যবহৃত একটি মিনি ট্রাকও পুলিশ আটক করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষনের মধ্যেই মতিয়ার রহমান মারা যায়। অপর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলন, গণপিটুনিতে নিহত মতিয়ার রহমানের মরদেহ পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ৩ জনকে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।