
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): “বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর যে রূপরেখা প্রয়োজন, তা সবই নিহিত আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায়”— এমন মন্তব্য করেছেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালীকাবাড়ী বাজারে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।
প্রভাষক ফকির রাসেল আল ইসলাম বলেন,
“তারেক রহমানের ৩১ দফায় আছে ন্যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নের বাস্তবসম্মত পরিকল্পনা। যদি এই দফাগুলো বাস্তবায়ন করা যায়, বাংলাদেশ আবারও একটি শক্তিশালী ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে দাঁড়াবে।”তিনি আরও বলেন,
“এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়া— যাতে জনগণ জানতে পারে, কেমন একটি বাংলাদেশ গড়তে চান তিনি।”
এই সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। লিফলেটে রাষ্ট্র মেরামতের পরিকল্পনার মাধ্যমে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো নতুনভাবে গড়ে তোলার দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।লিফলেট বিতারণকালে উপস্থিত ছিলেন,
৯নং বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লুৎফর ফকির, সাধারণ সম্পাদক মোঃ ইদুল হাওলাদার,১৫নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম বাবুল,কৃষক দল নেতা সাদিক শিকদার,
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল রানা,
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল ব্যাপারী,
এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের থানা সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহসহ আরও অনেকে।
লিফলেট বিতরণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন,
“বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাই হতে পারে একটি নতুন দিগন্তের সূচনা।