সর্বশেষ :
কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নাইজেরিয়ায় নিহত ২৯

প্রতিনিধি: / ১১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি তেলবাহী ট্যাংকার উল্টে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গত মঙ্গলবার দেশটির জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। লাগোস থেকে এএফপি জানায়, দুর্ঘটনাটি ঘটেছে নাইজার রাজ্যে, বিডা ও আগাই শহরের সংযোগ সড়কে। দেশটিতে এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে। এটি সামপ্রতিক সময়ের আরও কয়েকটি একই ধরনের ঘটনার মধ্যে সর্বশেষ। জাতীয় জরুরি সংস্থার স্থানীয় সমন্বয়কারী ইব্রাহিম হুসেইনি এএফপিকে বলেন, ‘জ্বালানি বোঝাই একটি লরি উল্টে গিয়ে সেখান থেকে তেল বের হতে থাকে। লোকজন তেল সংগ্রহ করতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং তারা দগ্ধ হন।’ তিনি জানান, ‘আমরা এখন পর্যন্ত ২৯ জন নিহত ও ৪২ জন আহতের খবর পেয়েছি।’ নাইজেরিয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটির অনেক সড়কই খারাপ অবস্থায় রয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তেল সংগ্রহ করতে গিয়ে বিপদের মুখে পড়েন। এসব দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতিবেগ ও ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা অন্যতম কারণ। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ২০২৩ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারে জ্বালানি ভর্তুকি ও মুদ্রা নিয়ন্ত্রণ বাতিল করেন। তবে এসব পরিবর্তনের ফলে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় এবং মানুষ জ্বালানি সংগ্রহে বড় ধরনের ঝুঁকি নিতে শুরু করে। চলতি বছরের মার্চে রাজধানী আবুজা’র বাইরে একটি মহাসড়কে ট্যাংকারে আগুন লেগে ১০ জন নিহত হন। এর আগে জানুয়ারিতে নাইজার রাজ্যেই ট্যাংকার দুর্ঘটনার পর জ্বালানি সংগ্রহ করতে গিয়ে অন্তত ৯৮ জন প্রাণ হারায়। ওই ঘটনার পর প্রেসিডেন্ট টিনুবু জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে একটি জাতীয় প্রচারণা চালানোর নির্দেশ দেন। এতে জ্বালানি সংগ্রহের ঝুঁকি ও পরিবেশগত ক্ষতির বিষয়ে সতর্ক করা হয়।


এই বিভাগের আরো খবর