
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট): বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তারেক হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রঞ্জিত কুমার, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা রেজাউল করিম, এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আশরাফ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম।
উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি কৃষককে ১১ প্যাকেট করে লাউ, বাটিশাক, লালশাক, বেগুন, মূলা, পালংশাকসহ নয় প্রকারের শীতকালীন সবজির বীজ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা শীতকালীন সবজি চাষে আরও উৎসাহিত হবেন এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।