সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় খুবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবি 

প্রতিনিধি: / ৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভাস্কর্য ৭২ ঘন্টার মধ্যে অপসারণের জন্য আল্টিমেটাম দিয়েছে তৌহিদী জনতা। ২১ অক্টোবর মঙ্গলবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সরকার কে ৭২ ঘন্টার সময় বেঁধে দেয় ওলামা মশায়েখ সহ বিক্ষুদ্ধ জনতা। নির্মাণাধীন ভাস্কর্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে ঈমান বিধ্বংসী আঘাত এনেছে উল্লেখ করে বক্তারা বলেন ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান আনদোলনে ভাস্কর্যের রাজনীতি শেষ হয়ে গেছে। এদেশে আর কোন দিন ভাস্কর্য রাজনীতির ঠাই হবে না। বক্তারা নির্মাণাধীন ভাস্কর্য অপসারণ করার জন্য ৭২ ঘন্টার সময় বেঁধে দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়ে বক্তারা বলেন তখন এর দায় দায়িত্ব সরকার নিতে হবে। পাইকগাছা কয়রা তৌহিদী জনতা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুর রব, মুফতি ওয়াইস কুরনী, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা শামসুদ্দিন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা সাঈদুর রহমান, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ, আতাউল গণি, ইলিয়াস আমিন ও ফরহাদ হুসাইন সহ বিভিন্ন ওলামা মশায়েখ গণ। উল্লেখ্য পাইকগাছাস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় ক্যাম্পাসের ভিতরে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে একটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা নিয়ে নানান প্রশ্ন উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে আলোচনা করে নির্মাণ কাজ বন্ধ রেখে নির্মাণাধীন ভাস্কর্য পলিথিন দিয়ে ঢেকে রাখে।


এই বিভাগের আরো খবর