মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হংকংয়ে রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়লো কার্গো বিমান, নিহত ২

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: হংকং বিমানবন্দরে গতকাল সকালে অবতরণকারী একটি কার্গো বিমান একটি স্থলযানের সাথে সংঘর্ষ হয় এবং রানওয়ে থেকে কার্গো বিমানটি ছিটকে গিয়ে সরাসরি সমুদ্রে পড়েছে। ফলে এ ঘটনায় বিমানবন্দরের দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। হংকংয়ের বেসামরিক বিমান চলাচল বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে আগত বি-৭৪৪ মডেলের একটি কার্গো বিমান ‘অবতরণ করার পর উত্তর রানওয়ে থেকে বিচ্যুত হয়ে সমুদ্রে পড়ে যায়।’ বিভাগটি আরও জানিয়েছে, ‘প্রাথমিক তথ্য থেকে জানা যাচ্ছে যে বিমানে থাকা চারজন ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং দুইজন স্থলযান কর্মী আহত হয়ে সমুদ্রে পড়ে গেছে।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বিমানটি স্থলভাগে থাকা একটি যানকে ধাক্কা দিয়েছে, যা পরবর্তীতে সাগরে পড়ে যায়। দুর্ঘটনায় স্থলভাগে থাকা যানে থাকা ৩০ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন এবং ৪১ বছর বয়সী আরেকজনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পর মারা যান। গতকাল সকালে বিমানবন্দরের উত্তর রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, অন্য দুটি রানওয়ে এখনও চালু রয়েছে।

 


এই বিভাগের আরো খবর