আনন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি আরও ১৫টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে জার্মান। গোপন বাজেট নথির বরাত দিয়ে জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে নতুন এ ক্রয় পরিকল্পনা দেশটির সংসদীয় অর্থ কমিটির কাছে উপস্থাপন করা হয়েছে। পরিকল্পিত এই অধিগ্রহণের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২.৫ বিলিয়ন ইউরো (২.৯ বিলিয়ন ডলার)। এর আগে জার্মানি ৩৫টি এফ-৩৫ কেনার চুক্তি করেছে, যা পুরোনো টর্নেডো যুদ্ধবিমান বহরকে প্রতিস্থাপন করবে। এসব যুদ্ধবিমানের মধ্যে এমন মডেলও রয়েছে, যা জার্মান ভূখণ্ডে সংরক্ষিত মার্কিন পারমাণবিক বোমা বহনে সক্ষম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা ব্যয়ে বড় ধরনের বৃদ্ধি শুরু করে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নতুন এফ-৩৫ সংগ্রহের প্রস্তাব করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তবে জার্মানির এ সিদ্ধান্তে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক নতুন করে উত্তেজনাপূর্ণ হতে পারে। কারণ ইউরোপীয় পরাশক্তি দুই দেশ যৌথভাবে ফিউচার কমব্যাট এয়ার সিস্টেম (এফসিএএস) নামের একটি ইউরোপীয় পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে কাজ করছে। ফ্রান্সের নতুন পরিকল্পনা ফ্রান্সের সঙ্গে স্থগিত থাকা যৌথ প্রকল্পকে বাধাগ্রস্ত করতে পারে। প্রস্তাবটি অনুমোদিত হলে অতিরিক্ত এফ-৩৫ সংগ্রহের মাধ্যমে জার্মানির প্রতিরক্ষা সক্ষমতা যেমন বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের সঙ্গে সামরিক সমন্বয়ও আরও গভীর হবে। এতে ইউরোপীয় প্রতিরক্ষা কৌশলে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বেড়ে যাবে।