আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, সিআইডি, এসবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। ইসির চার কমিশনার ও জ্যেষ্ঠ সচিবও বৈঠকে উপস্থিত আছেন।
ইসি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনি এলাকায় সহিংসতা রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর মোতায়েন, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা, দুর্ভেদ্য ও পার্বত্য এলাকায় ভোটসামগ্রী পরিবহন, পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা এবং নির্বাচনে ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়গুলোও আলোচ্যসূচিতে রয়েছে।
নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও কৃত্রিম প্রযুক্তি (এআই) ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো রোধে বিশেষ কৌশল নির্ধারণ নিয়েও মতবিনিময় চলছে বলে জানানো হয়েছে। এছাড়া বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ ও অনুপ্রবেশ ঠেকানোও আলোচনার অন্যতম বিষয়।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পর রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে সাংবিধানিক এই সংস্থার। এর আগে ইসি নাগরিক সমাজ, গণমাধ্যম প্রতিনিধি, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছে। সেই ধারাবাহিকতায় এবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হলো।