সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জুলাই সনদ স্বাক্ষর ঘিরে সংঘর্ষে চার মামলা, আসামি ৯০০ জন

প্রতিনিধি: / ৬২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। সবগুলো মামলা দায়ের করা হয়েছে শেরেবাংলা নগর থানায়। এতে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৯০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, মামলাগুলোর মধ্যে একটি দায়ের করেছেন ট্রাফিক বিভাগের একজন সার্জেন্ট, আর বাকি তিনটি মামলা করেছে থানা পুলিশ। তিনি বলেন, মামলায় সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও নাশকতাকারীদের অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রিমন চন্দ্র বর্মন নামে এক ব্যক্তিকে।

থানা সূত্রে জানা গেছে, চারটি মামলার মধ্যে একটির অভিযোগ সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের, আর বাকি মামলাগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) ‘জুলাই সনদে নিজেদের তিনটি দাবি অন্তর্ভুক্ত করার’ দাবিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে একদল আন্দোলনকারী। দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেটে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

সাক্ষীদের বরাতে জানা গেছে, আন্দোলনকারীদের একাংশ সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করা হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর হয় এবং সড়কে আগুন ধরা পড়ে। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর