বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বৈঠকে সন্তুষ্ট নয় এমপিও শিক্ষকরা—আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্রিফিংয়ে।

ব্রিফিংয়ে দেলোয়ার হোসেন আজিজী জানান, “শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনার নামে আমাদের সঙ্গে ‘আইওয়াস’ করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব।”

এর আগে একই দিন দুপুর ১টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক করতে শিক্ষক প্রতিনিধিদের একটি দল সচিবালয়ে আসে।

পরে উভয়পক্ষের মধ্যে দীর্ঘসময় ধরে বৈঠক অনুষ্ঠিত হয়।মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার ৩ দফা দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সবশেষ বুধবার (১৬ অক্টোবর) দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ওইদিন ‘শাহবাগ ব্লকেড কর্মসূচির’ অংশ হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের কথা রয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের।


এই বিভাগের আরো খবর