সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নির্বাচন দেশজুড়ে হবে না, স্বীকার করলেন মিয়ানমারের জান্তা প্রধান

প্রতিনিধি: / ২৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিদেশ : মিয়ানমারের সামরিক সরকার সমর্থিত প্রশাসন আসন্ন নির্বাচন পুরো দেশজুড়ে পরিচালনা করতে সক্ষম হবে না বলে স্বীকার করেছেন দেশটির জান্তা প্রধান। ডিসেম্বরের শেষ দিক থেকে মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। কিন্তু ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং দেশের অনেক অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অংশগুলোতে জাতীয় আদশশুমারিই পরিচালনা করতে পারেনি দেশটির জান্তা সরকার। তাই অনুমিতভাবেই তারা সেসব এলাকায় নির্বাচনও করতে পারবে না বলে ধারণা করা হচ্ছিল। এবার প্রকাশেই তারা তা স্বীকার করে নিল। রয়টার্স জানিয়েছে, নির্বাচন পুরোপুরি অন্তর্ভূক্তিমূলক হবে না, এই প্রথমবারের মতো প্রকাশ্যে এমন স্বীকারোক্তি দিয়েছেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অঙ হ্লাইং। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েকদিনের মধ্যে এবং দক্ষিণপূর্ব এশিয়ার ১০ দেশের জোট আসিয়ানের সম্মেলনের আগে তিনি এ মন্তব্য করলেন। মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে হ্লাইং বলেন, “আমরা সব জায়গায় শতভাগ নির্বাচন করতে পারবো না।” তিনি জানান, নতুন সরকার গঠিত হওয়ার পর কিছু এলাকায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে প্রকাশিত এক আদমশুমারি প্রতিবেদনে মিয়ানমারের মোট জনসংখ্যা ৫ কোটি ১৩ লাখ বলে জানানো হয়েছে। কিন্তু দেশটির ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে জান্তা পুরোপুরিভাবে ঘরে ঘরে গিয়ে শুমারি পরিচালনা করতে সক্ষম হয়েছিল। বাকি এলাকাগুলো বিদ্রোহীদের দখলে থাকায় সেগুলো আকাশপথে চালানো জরিপের মাধ্যমে শুমারির আওতায় আনা হয়েছিল। মিয়ানমারের বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, যে রাজনৈতিক দলগুলোর অন্তত ৫০ হাজার সদস্য আছে এবং যাদের তহবিলে প্রায় ৪৮ হাজার ডলারের সমপরিমাণ অর্থ থাকবে শুধু তারাই নির্বাচনে অংশ নিতে পারবে। এতে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা শুধু ছয়টি দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম এ নির্বাচন বর্জন করেছে জান্তাবিরোধী অনেকগুলো রাজনৈতিক দল। আর কিছু রাজনৈতিক দল জান্তা কর্তৃক নিষিদ্ধ হওয়ার তারাও এতে অংশ নিতে পারছে না।


এই বিভাগের আরো খবর