সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় এক বছরে ৭৯ সড়ক দুর্ঘটনা ; মৃত্যু ১৫

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ইমদাদুল হক ,পাইকগাছা ( খুলনা):  খুলনার পাইকগাছায় গত এক বছরে ৭৯ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৫ জন প্রাণ হারিয়েছেন। একই সময় দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮ জন। ১৫ অক্টোবর বুধবার সকালে সড়ক দুর্ঘটনার এমন চিত্র তুলে ধরেন নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস কে সামনে রেখে নিসচা’র পক্ষ থেকে  ২০২৪ সালের নভেম্বর হতে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্স বিহীন চালক নিয়োগ, ফিটনেস বিহীন গাড়ি ব্যবহার, বিরতি ছাড়া দীর্ঘ সময় একটানা গাড়ি চালানো, সড়কের বেহাল অবস্থা, চালক এবং পথচারীদের মধ্যে আইন না মানার প্রবণতা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। গত এক বছরে যারা নিহত হয়েছেন তারা হলেন ২০২৪ সালের ১ নভেম্বর চেচুয়ার তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২), ৭  ডিসেম্বর কাজীমুছার জহুর হালদারের মেয়ে সেলিনা বেগম (৪৫), ৩১ ডিসেম্বর মধুখালি গ্রামের কবিতা মন্ডল (৫৯), ৯ জানুয়ারি ২০২৫  হরিঢালীর সোহরাব বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান ঝন্টু(৪০), ১৩ জানুয়ারি আগড়ঘাটার শেখ আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৩০), ১২ এপ্রিল হরিদাসকাটীর প্রভাষক নিত্যনন্দ দাশ, ২১ এপ্রিল পুরাইকাটী গ্রামের মৃত মাদার সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা আমজাদ হোসেন (৭০), ২৩ এপ্রিল বিরাশী গ্রামের মুছা গাজী (৫৫), ২৫ নভেম্বর কপিলমুনির ব্যবসায়ী অপূর্ব সাধুর স্ত্রী রীতা সাধু(৩২) ও ছেলে সৌরভ সাধু(০৫), পহেলা মে মটবাটিয়া গ্রামের ফিরোজ মোড়ল (২৭), ১৪ মে পাইকগাছার সুবোধ, ২০ জুলাই বোরহানপুরের মৃত মনু গাজীর ছেলে মোকছেদ গাজী ও ১১ সেপ্টেম্বর আগড়ঘাটার মফিজুল ইসলামের ছেলে মোস্তাফিজ (১৭)। নিসচা’র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহণ আইন যথাযথ বাস্তবায়ন, ট্রাফিক আইন মানা, নিরাপদ সড়ক নিশ্চিত করা, বাধ্যতামূলক হেলমেট ব্যবহার সহ সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে লন্ডনে চিকিৎসাধীন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর দ্রুত সুস্থতা কামনা করা হয়। নিসচা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, নিসচা’র সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দিন সোহাগ, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, চিকিৎসক সিরাজুল ইসলাম ও কাজী ফারহানা আফরোজ।

 


এই বিভাগের আরো খবর