বাগেরহাট ব্যুরো চীফঃ বাগেরহাটে রিসোর্টস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ অক্টোবর )সকালে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর বিষ্ণুপুর কালা বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় বেমরতা ইউনিয়ন মাদ্রাসা বাজারে বিদ্যালয় মিলনায়তনে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজন অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে ডাক্তার হিসাবে উপস্থিত ছিলেন ডা. পলাশ কান্তি মিস্ত্রি, ডা. সামিউল শরীফ, ডা. তৃপ্তি রানী, ডা. সাবিহা সুলতানা সহ ১৫ জন নার্স ও কর্মকতা কর্মচারীবৃন্দ।রিকের চক্ষু ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতার জন্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা রিকের ডিভিশনাল ম্যানেজার মোঃ নাছির উদ্দিন, প্রবীণ কল্যাণ কর্মসূচি আঞ্চলিক সমন্বয়কারী মোঃ ফারুক রহমান, বাগেরহাট এরিয়া ম্যানেজার মোঃ ইনসান আলী, কেবি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি এস এম নজরুল ইসলাম ,প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন ,প্রবীণ কল্যাণ কর্মসূচির বেমরতা ইউনিয়নের সভাপতি শেখ দেলোয়ার হোসেন জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন। দিন ব্যাপী আই ক্যাম্পে মোট ৩০৫ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়, তার মধ্যে সানি অপারেশনের জন্য ২৭জন রোগী বাছাই করে অপারেশনের জন্য গোপালগঞ্জ নিয়ে যান এবং ১০০ জনকে চশমা প্রদান করেছেন বাকি সব কয়জন প্রাথমিক চিকিৎসা সেবা নেন