দেশের একমাত্র মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। কিন্তু পণ্য কেনার সময় কতজন ভোক্তা বিএসটিআইয়ের সনদ বা লোগো দেখে পণ্য কিনছেন? কেউ দেখে, কেউ একেবারেই দেখে না-এমটাই বলছে বাস্তবতা।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ‘বিশ্ব মান দিবস’ পালন করছে বিএসটিআই। পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি।
এবারের প্রতিপাদ্য-‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ আগের বছরের মতোই বহাল রাখা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিএসটিআই রাজধানীসহ বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে আলোচনা সভা ও প্রচারমূলক কার্যক্রমের আয়োজন করেছে। একইসঙ্গে বিটিআরসির সহায়তায় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে সচেতনতামূলক এসএমএস পাঠানো হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড টাঙানো হয়েছে।
বাজারে পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ, মোড়কীকরণ ও বিক্রয় কার্যক্রমে নজরদারি বাড়িয়েছে বিএসটিআই। বেড়েছে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানও। রাজধানীসহ সারাদেশে নিয়মিত এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় সংস্থাটি।