আনন্তর্জাতিক ডেস্ক: ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার অংশ হিসেবে প্রথম ধাপে গাজায় ৭ ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্ত করেছে হামাস। এর মধ্যেই ইসরায়েলে পোঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দিতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের বিষয়ে বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মিশরের শার্ম আল-শেখ যাওয়ার কথাও রয়েছে তার। ইসরায়েলে তার বিমান অবতরণের পর ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা স্বাগত জানিয়েছেন তাকে। পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও তাকে স্বাগত জানিয়েছেন।টাইমস অব ইসরায়েল জানায়, বেন গুরিয়ন বিমানবন্দরে লাল গালিচায় নেমে আসার সময় ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, ‘এটা একটা দারুন দিন। হয়তো তোমাদের সেরা দিন।’ উত্তরে নেতানিয়াহু বলেন, ‘এটা ইতিহাস।’ এর আগে ইসরায়েলে সফর শুরুর আগে ট্রাম্প বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি। ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ফ্লাইট শুরু করার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, ‘যুদ্ধ শেষ হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আমি মনে করি এটি স্বাভাবিক হতে চলেছে।’