মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ শিক্ষকদের উপর পুলিশী হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি
শিক্ষকরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোরেলগঞ্জ প্ধেসঢ়;্রসক্লাব সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধনের
আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত
হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি
ইউনুস আলী আকন, সুপার মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন উপজেলা মাদ্রাসা শিক্ষক
সমিতির অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম সহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার সহ শত শত শিক্ষকবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে পুলিশের লাঠি চার্জ করে আহত
করায় তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষকদের জাতীয়করণ সহ সকল
দাবি মেনে নিতে হবে। অন্যথায় সকল শিক্ষা প্ধসঢ়;্রতিষ্ঠান লাগাতার বন্ধ থাকবে ।