সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন এবং দক্ষিণ সিটিতে ১২২ জন। বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।
এদিকে, একদিনে ৮৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে এ বছর মোট ৫১ হাজার ৭৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম হলেও সংক্রমণ এখনো বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। ২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন, আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন রোগী।
বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রমবর্ধমান নগরায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি এবং আবহাওয়ার পরিবর্তন এডিস মশার বিস্তার বাড়িয়ে দিচ্ছে। তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও নাগরিক সচেতনতা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।