সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হাইতিতে প্রায় ৬০ লাখ মানুষ অপুষ্টির ঝুঁকিতে: জাতিসংঘ প্রতিবেদন

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বিদেশ : সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে রয়েছে প্রায় ৬০ লাখ মানুষ। জাতিসংঘ সমর্থিত একটি খাদ্য নিরাপত্তা সংস্থা এ আশঙ্কা করেছে। সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, এখন দেশটিতে প্রায় ৫৭ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। প্রতিবেদন অনুযায়ী, এই ৫৭ লাখ মানুষ দরিদ্র ক্যারিবীয় দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। যারা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখে রয়েছে। খাবার খেতে না পাওয়া এবং খাবার সংগ্রহে জীবিকা-সম্পদ (যেমন গবাদি পশু) বিক্রি করতে বাধ্য হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করেছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)। সংস্থাটি বিশ্বজুড়ে ক্ষুধা ও অপুষ্টির মাত্রা পরিমাপ করে সূচক তৈরি করে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রায় ১৯ লাখ মানুষ ‘জরুরি’ পর্যায়ের খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। আইপিসি এই পর্যায়কে উচ্চমাত্রার অপুষ্টি হিসেবে চিহ্নিত করেছে। এই পরিসংখ্যানের সঙ্গে এপ্রিলে প্রকাশিত তথ্যের প্রায় মিল রয়েছে। তবে একটি আশার আলোও আছে— আইপিসি পর্যায় ৫ অর্থাৎ প্রায় দুর্ভিক্ষের মুখে থাকা ৮ হাজার ৪০০ হাইতিয়ানের অবস্থার পরিবর্তন হয়েছে। বাস্তুচ্যুতদের ক্যাম্পে মানবিক সহায়তা বাড়ায় এই পরিবর্তন সম্ভব হয়েছে। তবে প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগামী মাসগুলোতে ৫৯ লাখ ১০ হাজার মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। হাইতি দীর্ঘদিন ধরে সহিংস অপরাধী চক্রের কবলে রয়েছে। হত্যা, ধর্ষণ, লুটপাট ও অপহরণ সেখানে নিত্যদিনের ঘটনা। এর পেছনে রয়েছে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা। ২০২৪ সালের শুরু থেকে দেশটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তখন সশস্ত্র গোষ্ঠির চাপে তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি পদত্যাগ করতে বাধ্য হন। ২০১৬ সালের পর হাইতিতে আর কোনো নির্বাচন হয়নি। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্সিয়াল কাউন্সিল দেশ পরিচালনা করছে।


এই বিভাগের আরো খবর